ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিজেপি-কংগ্রেস দলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আগরতলায় বিজেপি-কংগ্রেস দলের মিছিল মৌন মিছিল, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): জম্মু-কাশ্মীরে সেনাদের উপর হামলার প্রতিবাদে ত্রিপুরার আগরতলায় একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি রাজধানীর কৃষ্ণনগর এলাকার বিজেপি অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে আবার অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজে পি সভাপতি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তিন মন্ত্রী রতন লাল নাথ, মনোজ কান্তি দেব এবং শান্তনা চাকমা। অন্যান্য নেতাকর্মীরাও এই মিছিলে সামিল হয়ে ছিলেন।

অপরদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল এ ঘটনার নিন্দা জানিয়ে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এছাড়া শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা ও পরিবারকে সমবেদনা জানিয়ে কর্মসূচি গ্রহণ করে ত্রিপুরা প্রদেশ বিজেপি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।