ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগরতলা: ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ ঘোষ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহার দাস (২৬) নামে অপর একজন।

রোববার (২৮ জুলাই) ত্রিপুরার পশ্চিম জেলার রাণীরবাজার থানার মাধবাড়ী এলাকার আট নম্বর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বিশ্বজিতের বাড়ি ধলাই জেলার সালেমা এলাকায়।

তিনি পেশায় ঠিকাদার ছিলেন। আহত নিহার ট্রাকচালক ছিলেন।

রাণীরবাজার থানার সাব ইন্সপেক্টর মিটুন সাহা বাংলানিউজকে জানান, বিকেলে মাধবাড়ী এলাকার আট নম্বর মহাসড়কে স্কর্পিও গাড়ি ও একটি মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কর্পিওর যাত্রী বিশ্বজিৎ ও মিনিট্রাকচালক নিহার গুরুতর আহত হন। খবর পেয়ে রাণীরবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিতকে মৃত ঘোষণা করেন। নিহারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।