ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় দেড় হাজার গাঁজা গাছ পোড়ালো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ত্রিপুরায় দেড় হাজার গাঁজা গাছ পোড়ালো পুলিশ সরকারি জমিতে লাগানো হয়েছিল গাঁজা গাছ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা):  মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ত্রিপুরার সরকার। এ কারণে নিয়মিত অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার জঙ্গলের ভেতরে অভিযান চালিয়ে সরকারি জমিতে চাষ করা প্রায় দেড় হাজার গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ কর্মকর্তা বিনয় কিশর দেববর্মার নেতৃত্বে পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনীর জওয়ানরা এ অভিযান চালায়।

জানা যায়, খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন গিলাতলী এলাকার জঙ্গলে গাঁজার বাগানের সন্ধান পায় পুলিশ।

পরে পুলিশ সেখানে গিয়ে গাছগুলো কেটে এক জায়গায় জড়ো করে পুড়িয়ে ফেলে।

পুড়িয়ে দেওয়া হচ্ছে গাঁজার গাছ।                                          ছবি: বাংলানিউজ

বিনয় কিশর দেববর্মা জানান, এদিন প্রায় দেড় হাজার গাঁজা গাছ পুড়ানো হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ রুপি। জেলার আরও কিছু জায়গায় এ ধরনের গাঁজার বাগান রয়েছে। আগামী দিনে এই বাগান গুলিতেও অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।