ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

করোনা ​মোকাবিলায় ত্রিপুরাজুড়ে ‘জনতা কারফিউ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
করোনা ​মোকাবিলায় ত্রিপুরাজুড়ে ‘জনতা কারফিউ’ শহরের দোকানপাট বন্ধ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): করোনা ভাইরাস রুখতে রোববার (২২ মার্চ) ভারতজুড়ে ‘জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ডাকেই সাড়া দিয়ে ত্রিপুরা রাজ্যজুড়ে চলছে এই কারফিউ।

রাজধানী আগরতলার বিভিন্ন অলিগলির রাস্তা-ঘাট একদম ফাঁকা। পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি, কিছু মোটরবাইক ছাড়া গণপরিবহন চলছে না।

শহরের ওষুধ ও দোকানপাটগুলোও খোলেনি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না।

এদিকে আগরতলা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য কোনো রেলস্টেশন থেকে আগরতলায় ট্রেন আসছে না। ছেড়ে যাচ্ছেও না বলে বাংলানিউজকে জানিয়েছেন আগরতলা রেলস্টেশন ম্যানেজার কৃষ্ণ চন্দ্র কুমার।

অন্যদিকে আগরতলা বিমানবন্দর থেকে প্লেন ওঠানামা করছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।

রাজ্যের অন্যান্য জেলাতেও একই চিত্র বিরাজ করছে, লোকজন ঘর থেকে বেরোচ্ছেন না। সবমিলিয়ে ত্রিপুরা রাজ্যজুড়ে ‘জনতা কারফিউ’ ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।