ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

বিএসএফ-বিজিবিকে মিষ্টিমুখ করালেন ত্রিপুরার এমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
বিএসএফ-বিজিবিকে  মিষ্টিমুখ করালেন ত্রিপুরার এমপি বিএসএফ ও বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ করলেন ত্রিপুরার এমপির

আগরতলা (ত্রিপুরা): ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী আগরতলা পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ান এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার সংসদ সদস্য প্রতিমা ভৌমিক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এর পাশাপাশি তিনি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে মিষ্টিও তুলে দেন।

কথা বলেন উভয় দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে।

পরে সংবাদমাধ্যমে এ বিষয়ে তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশ ভারতের প্রকৃত বন্ধু রাষ্ট্র। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উভয় দেশ এগিয়ে যাচ্ছে। ’

ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এসসিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।