ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পোলিও টিকাদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
ত্রিপুরায় পোলিও টিকাদান কর্মসূচি

আগরতলা, (ত্রিপুরা): সারা ভারতের সঙ্গে রোববার (৩১ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যজুড়েও জাতীয় পোলিও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।  রাজ্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, শিক্ষা-প্রতিষ্ঠান, ক্লাবসহ সামাজিক প্রতিষ্ঠান খাওয়ানো হচ্ছে।

 

পশ্চিম জেলায় সবমিলিয়ে মোট ৭৫৭টি বুথে শূন্য থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে খাওয়ানো হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মোট ৬২ হাজার ৪শ ৫৪ জনকে টিকা করণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য মোট ৩ হাজার ৩০ জন কাজ করছেন বলে জানিয়েছেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।