ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা সীমান্তে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
ত্রিপুরা সীমান্তে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

আগরতলা (ত্রিপুরা): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এস এফের গুলিতে জসিম মিঞা নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরার দক্ষিণ জেলার ঋষ্যমুখের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ত্রিপুরার দক্ষিণ জেলার ঋষ্যমুখ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দেবীপুর গ্রামের বাসিন্দা খালেক মিঞা এদিন সকালে বাড়ির গরু চরাতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে যান। তখন ২০০ নম্বর ব্যাটালিয়ানে কর্তব্যরত বি এস এফ জওয়ান খালেক মিঞাকে মারধর করেন। চিৎকার শুনে খালেক মিঞার ছেলে জসিম মিঞা (২৮) সীমান্তে গেলে বি এস এফ জওয়ান তাকে গুলি করেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন।  

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশ বা বি এস এফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।