ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

করোনায় আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, এপ্রিল ৭, ২০২১
করোনায় আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা, (ত্রিপুরা): করোনায় আক্রান্ত হয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  

বুধবার (৭ এপ্রিল) মুখ্যমন্ত্রী নিজে তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা উল্লেখ করেছেন।

সেসঙ্গে তিনি জানিয়েছেন বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকরা তাকে বাইরে বের হওয়ার পরামর্শ দেওয়ার আগে পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন।  

পাশাপাশি তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন করোনা সংক্রমণ রোধে বিশেষজ্ঞের দেওয়া শর্তাবলি মেনে চলেন এবং নিজেদের সুস্থ রাখেন।  

এ প্রসঙ্গে উল্লেখ যে গতবছর মুখ্যমন্ত্রীর পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়ে ছিলেন। কিন্তু সে যাত্রায় সর্তকতা অবলম্বন করার জন্য তিনি আক্রান্ত হননি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।