ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ে খুশি ত্রিপুরার সমর্থকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ২, ২০২১
পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ে খুশি ত্রিপুরার সমর্থকরা

আগরতলা (ত্রিপুরা): ভারত পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসায় উজ্জ্বীবিত ত্রিপুরা রাজ্যের দলের সমর্থকরা। যদিও ত্রিপুরায় বর্তমানে তৃণমূল কংগ্রেস সমর্থক সংখ্যা কম রয়েছে।

এরপরও রোববার (২ মে) সকাল থেকেই পশ্চিমবঙ্গের ভোটের ফল দেখার জন্য টেলিভিশনের বসে ছিলেন সর্মথকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ যখন তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীরা একের পর এক আসনে জয়ী হতে থাকেন ত্রিপুরার কর্মী-সমর্থকদের মধ্যে খুশির বন্যা শুরু হয়।  

তারা মমতা ব্যানার্জির ছবি নিয়ে আনন্দ শুরু করেন। তৃণমূল কংগ্রেস দলের কর্মীদের আশা ত্রিপুরা রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তাদের দল ভালো ফল করবে।

আগরতলার নেতাজি সুভাষ রোড এলাকার তৃণমূল সমর্থক অশোক ঘোষ বাংলানিউজকে জানান, দেশজুড়ে বিজেপির পরাজয় শুরু হয়ে গেছে, তাই আগামী দিনে ত্রিপুরায় তৃণমূলের জয় নিশ্চিত। এখন দেখার বিষয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা রাজ্যের দিকে কতটুকু গুরুত্ব দেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে, ২০২১
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।