ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

মমতার প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ৬, ২০২১
মমতার প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের আহ্বান মানববন্ধন

আগরতলা(ত্রিপুরা): পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের বি জে পি কর্মী-সমর্থকদের উপর লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে বলে অভিযোগ। হামলাকারীরা তৃণমূলের দাবি করে এর প্রতিবাদে বি জে পি কর্মী-সমর্থকরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করছেন।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৬ মে) আগরতলার বনমালীপুর এলাকায় বি জে পির উদ্যোগে এক মৌন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর প্রতিনিয়ত আক্রমণের ঘটনা ঘটছে। তৃণমূলের কর্মীরা এসব করছে। এই কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানাই যেন হিংসার রাজনীতি বন্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ০৬, ২০২১
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।