ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ২০ লাখ রুপির মাদকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ১৫, ২০২১
ত্রিপুরায় ২০ লাখ রুপির মাদকসহ আটক ২

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ রুপির মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় দশামিঘাট ও জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন সদর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ড. রমেশ যাদব।

এসডিপিও রমেশ যাদব বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে আগরতলা দশামিঘাট ও জয়পুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নগদ ৮০ হাজার রুপি, ১৭০ গ্রাম ব্রাউন সুগার, প্রায় ৭০০টি ব্রাউন সুগারের কৌটা, ৫০০ পিস ইয়াবা, ৪টি মোবাইল ও দু'টি স্কুটি উদ্ধার করা হয়েছে। এসব সামগ্রীর বাজার মূল্য প্রায় ২০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ১৫, ২০২১
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।