ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রাক ভর্তি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুলাই ২, ২০২১
ত্রিপুরায় ট্রাক ভর্তি গাঁজা জব্দ ত্রিপুরায় ট্রাক ভর্তি গাঁজা জব্দ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মোট চল্লিশ প্যাকেট গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) ত্রিপুরার পশ্চিম জেলার সদর মহকুমার বুধজংনগর থানা এলাকাধীন বাইপাস রোডে এ তল্লাশি চালানো হয়।

জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ৪০০ কেজি। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকারও বেশি। আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের এলাকার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) প্রিয়া মাধুরী মজুমদার এ তথ্য জানান।  

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাকটি জম্মু-কাশ্মীরের। ত্রিপুরা থেকে শুকনো গাঁজাগুলো জম্মুর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন চালক গণেশ শর্মা। তাকে আটক করা হয়েছে এবং এনডিপিস অ্যাক্ট অনুসারে মামলা নেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে কে আছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান প্রিয়া মাধুরী মজুমদার।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।