ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে: ঋতব্রত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১
ত্রিপুরায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে: ঋতব্রত

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় বিজেপি'র পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস দল রাজ্যে প্রতিদিন সংগঠন বিস্তার করছে।

এতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা রটাতে ব্যস্ত।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলার লালবাহাদুর চৌমুহনীস্থিত তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

ঋতব্রত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে বলেছেন- তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেন পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়। এমনকি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা আসছেন তারা নাকি গরু পাচারকারী।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য দেওয়ার কারন হল, তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রতিদিন সংগঠন বিস্তার করছে। আর তাতেই বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এ অবস্থায় ক্ষমতাসীন দল দিশেহারা হয়ে পড়েছে।

ঋতব্রত আরও বলেন, ত্রিপুরার মাটিতে পা রাখার পর থেকেই বিজেপি'র দুর্বৃত্তদের হাতে আক্রমণের শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এছাড়া মোট ১৩টি গাড়ি ভাঙচুর করেছে বিজেপি'র দুর্বৃত্তরা। মিথ্যা মামলা দিয়ে কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। এগুলো ফ্যাসিস্টবাদের পুরানো কায়দা।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা যেমন সফল হতে পারেনি, তেমনি ত্রিপুরা রাজ্যের শাসক দলও সফল হতে পারবে না।

এ সময় রাজ্যের জনগণ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করে দেবে বলে আশা প্রকাশ করে তিনি।

তৃণমূল কংগ্রেস নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপিকে ছত্রভঙ্গ করে দেওয়া হবে। বিজেপি ছেড়ে বিধায়ক এবং কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।

তবে কারা বিজেপির বিধায়কের ছেড়ে আসছে তাদের নাম উল্লেখ করেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০২১
এসসিএন/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।