ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নির্বাচনে কারচুপির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
নির্বাচনে কারচুপির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা (ত্রিপুরা): কলকাতা করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে সিপিআই (এম) দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আগরতলার মেলার মাঠ এলাকার সিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে সিপিআইএম দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম দলের পশ্চিম  জেলা কমিটির সাবেক সম্পাদক পবিত্র কর।

বিক্ষোভ মিছিল শেষে পবিত্র কর বলেন, ত্রিপুরা রাজ্যে পৌরনিগম নির্বাচনে শাসক দল বিজেপি যেমন ছিল তেমনি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল দল কলকাতা করপোরেশন নির্বাচনের নামে প্রহসন করেছে। ভোটের দিন ব্যাপক কারচুপি করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। এ ঘটনা প্রত্যক্ষ করে পুলিশ এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।