Monday, 20 Jan, 2025

Sports

অনুশীলনে ফিরলেন মেসিরা

|
Update: 2020-05-08 20:03:51
অনুশীলনে ফিরলেন মেসিরা ছবি: সংগৃহীত

গত ১৩ মার্চ স্থগিত হওয়ার পর আজ শুক্রবার (০৮ মে) সকালে প্রথমবারের মতো হুয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছেন মেসিরা। 

তবে বার্সার ট্রেনিং গ্রাউন্ডে সবাই শারীরিক সংস্পর্শ এড়িয়ে আলাদা আলাদাভাবে অনুশীলন সেরেছেন। সবার মুখে ছিল মাস্ক। অনেকে হাতে গ্লাভসও পরে এসেছিলেন। এবং অনুশীলন শেষে বাড়ি ফেরার আগে সবাইকে বাধ্যতামূলকভাবে গোছল সেরে নিতে হয়েছে।

গত বুধবার (০৭ মে) বার্সেলোনার সব খেলোয়াড়কে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে করোনা পরীক্ষার জন্য হাজির করা হয়। একদিন পর সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে।

প্রথমদিনের অনুশীলনে বার্সার মূল দলের প্রায় সবাই হাজির ছিলেন। দলের তরুণ সদস্য আনসু ফাতি, ইনাকি পেনা, রোনাল্ড আরুজো, মঞ্চো রদ্রিগেজ, অ্যালেক্স কায়াদোরা ছিলেন সেখানে। 

তবে ইনজুরি আক্রান্ত উসমানে দেম্বেলে ছিলেন না। হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে লড়তে থাকা ফরাসি ফরোয়ার্ডের সেরে ওঠতে আগামী জুলাই কিংবা আগস্ট পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

এদিকে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের করোনা পরীক্ষার ফল নেগেটিভ। তবে এখনও অনুশীলন শুরু করেননি জিনেদিন জিদানের শিষ্যরা।

স্প্যানিশ লা লিগার ক্লাব লেগানেসের কোচ হাভিয়ের আগুইরে জানিয়েছেন, ২০ জুন থেকে ফের শুরু এবং ২৬ জুলাইয়ের মধ্যে চলতি মৌসুম শেষ করার পরিকল্পনা করছে লা লিগা কর্তৃপক্ষ। 

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ০৮, ২০২০
এমএইচএম

All rights reserved. Sale, redistribution or reproduction of information/photos/illustrations/video/audio contents on this website in any form without prior permission from banglanews24.com are strictly prohibited and liable to legal action.