ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

পানি চুক্তিতে না: হাইকমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

আনোয়ারুল করিম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, সেপ্টেম্বর ৫, ২০১১
পানি চুক্তিতে না: হাইকমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে বহুল আলোচিত তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি হচ্ছে না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ব্যাপারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ দপ্তরে বাংলানিউজকে এ কথা বলেন।



তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি, ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে তিস্তাসহ পানি বণ্টন চুক্তি না হওয়ার খবর প্রকাশিত হচ্ছে। ’

পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা তো এখনও বিষয়টি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানি না। ’

তিনি বলেন, ‘আমি ঢাকায় ভারতের হাইকমিশনারের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছি। তাদের বলেছি, বিষয়টি একটু ব্যাখ্যা করুন। ’    

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বাংলানিউজকে বলেন, ‘নয়াদিল্লির সঙ্গে আমরা সব বিষয় নিয়েই ঘনিষ্ঠভাবে কাজ করছি। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।