ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

লাউয়াছড়ায় ট্রেনের ধাক্কায় মরলো এবার মায়াহরিণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
লাউয়াছড়ায় ট্রেনের ধাক্কায় মরলো এবার মায়াহরিণ লাউয়াছড়ায় ট্রেনের ধাক্কায় মৃত হরিণ/ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের ধাক্কায় ফের মরলো মায়াহরিণ। হরিণটির ময়নাতদন্ত শেষে রাতেই মাটির চাপা দেওয়া হবে বলে জানা যায়। বনের ভিতর দিয়ে চলে যাওয়া এ রেললাইনে কাটা পড়ে প্রতিবছর মারা পড়ছে অসংখ্য বন্যপ্রাণী।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, বুধবার (২ জানুয়ারি) ভোরে দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় হরিণটি মারা যায়।  

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, চলন্ত ট্রেনের আঘাতে আমাদের লাউয়াছড়ার একটি মায়াহরিণ মারা গেছে।

বেলা ১১টার দিকে আমরা রেললাইনের উপর এ হরিণটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।  

ময়নাতদন্ত শেষে হরিণটিকে বুধবার রাতেই লাউয়াছড়ায় মাটিচাপা দেওয়া হবে বলেও জানান এই রেঞ্জ কর্মকর্তা।  

রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন আরো বলেন, প্রায়ই এখানে বন্যপ্রাণীগুলো চলন্ত ট্রেন ও গাড়ির চাকার নিচে প্রাণ হারাচ্ছে। তাই লাউয়াছড়ার মূল্যবান জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে লাউয়াছড়ার রেলপথ ও সড়কপথটি অন্যত্র স্থানান্তর করা অত্যন্ত জরুরি।   
 
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯ 
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।