ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পুরুষ নীলগাইয়ের জন্য প্রস্তুত রামসাগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
পুরুষ নীলগাইয়ের জন্য প্রস্তুত রামসাগর রামসাগরে এই নারী নীলগাইয়ের সঙ্গে রাখা হবে পুরুল নীলগাইটিকে। ছবি-বাংলানিউজ

দিনাজপুর: নওগাঁয় উদ্ধার হওয়া পুরুষ নীলগাইটির জন্য দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে তৈরি করা হয়েছে একটি ঘর। 

রামসাগরের কৃত্রিম বনে আগে থেকে থাকা নারী নীলগাইটির সঙ্গে ওই ঘরে রাখা হবে পুরুষ নীলগাইটিকে।  

দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে গিয়ে দেখা গেছে, রামসাগরের নারী নীলগাইটিকে বিচরণ করছে কৃত্রিম বনে।

সেখানে কাঁটা তারের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে বেষ্টনী। নারী নীলগাইটির জন্য সেখানে এতোদিন ছোট একটি ঘর ছিল। এখন পুরুষ নীলগাই আসার কথা শুনে কর্তৃপক্ষ ঘরটি বড় করেছে।  

রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন বাংলানিউজকে জানান, তিনি বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজশাহী থেকে বড় পিকআপ ভ্যানে করে পুরুষ নীলগাইটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে আসা হবে।  নীলগাইয়ের জন্য তৈরি করা ঘর।  ছবি-বাংলানিউজ

তিনি আরও জানান, রামসাগরে নারী নীলগাইটির সঙ্গে পুরুষ নীলগাইটিকে রাখা হবে। নারী নীলগাইটির জন্য রামসাগরে আগে থেকেই কৃত্রিম জঙ্গল তৈরী করা হয়েছে। সেখানে নীলগাই দু’টিকে একসঙ্গে রাখা হলে কোনো সমস্যা হবে না। নারী নীলগাইয়ের জন্য তৈরি করা ঘরটি বড় করা হয়েছে। নীলগাইগুলোর জন্য ঘর তৈরি বা অন্যান্য কোনো ধরনের বরাদ্দ নেই। পরে বরাদ্দ পেলে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।