ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পিফোরেজিতে যোগ দিল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
পিফোরেজিতে যোগ দিল বাংলাদেশ পিফোরেজিতে যোগ দেওয়ার বিষয়টি ঘোষণা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ঢাকা: জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সবুজ উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক জোট পিফোরজিতে (পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস্-২০৩০) আনুষ্ঠিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে এক অনুষ্ঠানে বাংলাদেশ এই জোটে যোগ  দেয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠানে পিফোরজি বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি এসময় বাংলাদেশের পিফোরজিতে যোগ দেওয়ার বিষয়টি ঘোষণা করেন।

অনুষ্ঠানে ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাও এই জোটে যোগ দেয়। পিফোরজির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চিলি, কলম্বিয়া, ডেনমার্ক, কেনিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, রিপাবলিক অব কোরিয়া ও ভিয়েতনাম।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।