ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

‘জলবায়ু ধর্মঘট’ সংহতিতে অংশগ্রহণ করুন: পবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
‘জলবায়ু ধর্মঘট’ সংহতিতে অংশগ্রহণ করুন: পবা পবা

ঢাকা: জলবায়ু পরিবর্তনে সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলো দায়ী হলেও কার্বন নিঃসরণ কমানোর তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দিচ্ছে না ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কোনো ক্ষতিপূরণও।

জলবায়ু পরিবর্তন রোধে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের উদ্যোগে  বিশ্বজুড়ে হচ্ছে ‘জলবায়ু ধর্মঘট’ বা ‘ক্লাইমেট স্ট্রাইক।

এবার পৃথিবীর ৪০০ শহরে অনুষ্ঠিত হবে ‘জলবায়ু ধর্মঘট’।

এতে অংশ নেওয়া আন্দোলনকারীর সংখ্যাটা কোটি ছাড়াবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বারসিকের যৌথ উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে দাঁড়াবে স্কুলশিক্ষার্থী, পরিবেশবাদীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

ওই কর্মসূচিতে সবাইকে অংশ নিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) পবার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।