মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে এমন দৃশ্যের দেখা মিলছে পুরো রাজধানীজুড়ে।
তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল।

ঘন কুয়াশায় ঢাকা রাজধানী। ছবি: শাকিল আহমেদ
আবহাওয়া অধিদফতর বলছে, শীতে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকে কুয়াশা বেড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমবে যাবে। বর্তমানে ঢাকার তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে।আবহাওয়াবিদ বজলুর রশীদ বাংলানিউজকে জানান, শীতে তাপমাত্রা কমে সোমবার দিনগত রাত থেকেই কুয়াশা শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে।
তিনি বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি বিরাজ করছে। আর ঢাকার তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, রংপুর বিভাগ ও যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঘন কুয়াশায় ঢাকা রাজধানী। ছবি: শাকিল আহমেদ
এদিকে কুয়াশায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আরআইএস