ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

৯-১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
৯-১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমবে ফাইল ফটো

ঢাকা: আগামী ৯ অথবা ১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপরের অন্তত এক সপ্তাহ আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করবে।

এর ফলে ঢাকাসহ পুরো দেশের তাপমাত্রাই সামগ্রিকভাবে কমবে।

রোববার (৩ জানুয়ারি) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বাংলানিউজকে বলেন, ৯ -১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। এর ফলে দেশের প্রায় সর্বত্রই দিন ও রাতের তাপমাত্রা কমবে। তবে শীতের তীব্রতা আরেকটু বাড়বে। দেশের যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে সেগুলো আরও কিছু দিন অব্যাহত থাকবে।

তবে ঢাকা ও এর আশেপাশে সহসাই শৈত্যপ্রবাহ আসার এখনই কোন সম্ভাবনা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। এছাড়া দিনের সর্বশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বর্তমানে নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসএইচএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।