ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির ১৩০তম সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
এক্সিম ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির ১৩০তম সভা

ঢাকা: এক্সিম ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির ১৩০তম সভা গত ২৭ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।  

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবদুর রাজ্জাক।

সভায় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতী, হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ খাইরুল্লাহ এবং ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শরী’আহ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরী’আহ পরিপালন সংক্রান্ত বিষয়াবলি বিস্তারিত আলোচনা করে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।