ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

জিপিএইচ টার্ফ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
জিপিএইচ টার্ফ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা: কর্মজীবনের পাশাপাশি সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ক্রীড়া ও অন্যান্য নির্মল বিনোদনের সুযোগ থাকলে ফিজিক্যাল ফিটনেস বজায় রাখা সম্ভব হয় এবং কর্মক্ষেত্রে অনুপ্রেরণাও বাড়ে। আগামীতে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আরও সহায়তা দেওয়া হবে, যাতে জিপিএইচ-এর ক্রিকেটাররা জাতীয় পর্যায়ের খেলায় দক্ষতা অর্জন করতে সক্ষম হয়।

শনিবার (১২ এপ্রিল) নগরীর অক্সিজেন এলাকায় জিপিএইচ ইস্পাত টার্ফ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ, জিপিএইচ-এর ফিউচার লিডার সায়হাম সাদিক পিয়াল, সুবা সোহাসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় জিপিএইচ-এর আন্তঃবিভাগীয় ১৬টি দল অংশগ্রহণ করছে। পাশাপাশি ঢাকাস্থ কর্মকর্তা ও কর্মচারীদের ১২টি দল নিয়ে পল্লবী মিরপুরে উক্ত প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল চট্টগ্রাম অঞ্চলের সেমি ফাইনাল, ফাইনাল ও চ্যাম্পিয়নশিপ ট্রফি বিতরণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।