ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং’ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং’ প্রশিক্ষণ

ঢাকা: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ’ (এফএলটিআর) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বাড়ানো এবং কার্যকর শিক্ষণ কৌশল বাড়ানোর জন্য তিনদিনের একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।  

গত ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলা এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশ নেন।

১২ এপ্রিল সন্ধ্যায় সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।  

এতে সভাপতিত্ব করেন এফএলটিআর’র চেয়ারম্যান ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম হুমায়ুন। এ ছাড়া অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সুফিয়া ইসলাম এবং গ্রিন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বক্তব্য দেন।  

এ সময় বক্তারা নিজেদের শিক্ষকতার নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষকদের ক্রমাগত পেশাগত উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে অতিথিরা ২৫ জন অংশগ্রহণকারীর হাতে তাদের সার্টিফিকেট তুলে দেন।  

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।