ঢাকা: প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি স্বনামধন্য স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউমজিরো লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর পূর্বাচলের সেক্টর ২-এ একটি আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসের নকশা তৈরির লক্ষ্যে শনিবার (১০ মে) বেলা ১১টায় নিকুঞ্জ ২-এর প্রাইম টাওয়ার, লেভেল ২, মেরিনা ইয়াসমিন চৌধুরী হলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারিত্বের আওতায় অত্যাধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানটি উন্নয়নের জন্য ভলিউমজিরো লিমিটেড স্থাপত্য নকশার পাশাপাশি তত্ত্বাবধান সেবাও দেবে। স্কুলটি এমন একটি একাডেমিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সাশ্রয়ী মূল্যে ও সহজলভ্যভাবে শিক্ষার উৎকর্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় দিকনির্দেশনা এবং সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করবে।
প্রস্তাবিত স্থাপত্য পরিকল্পনায় প্রাকৃতিক পরিবেশের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত হবে, যেখানে শিশুদের মানসিক বিকাশের জন্য এক শান্ত, প্রেরণাদায়ক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা হবে। ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে, যা উন্নয়নের পরবর্তী ধাপের পথ উন্মুক্ত করে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ এবং ব্যাংকের পরিচালকরা।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) ও ভলিউমজিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
আজম জে চৌধুরী বলেন, এই স্কুলটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি আরও বলেন, এই দূরদর্শী উদ্যোগটি বাংলাদেশের শিক্ষা অবকাঠামোর মান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের টেকসই কমিউনিটি উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।
আরবি