ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-লিটনসহ আইপিএলের নিলামে ৪ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
সাকিব-লিটনসহ আইপিএলের নিলামে ৪ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এই তালিকায় নাম রয়েছে চার বাংলাদেশী ক্রিকেটারের।

সাকিব আল হাসান ছাড়াও আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। দিল্লি ক‌্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করায় তার অংশগ্রহণ নিশ্চিত।

পাঁচ বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলার আগ্রহ দেখিয়েছিলেন। নিবন্ধিত নামের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি শরিফুল ইসলামের। ২০২৩ সালের আইপিএল খেলার জন্য ৯৯১ ক্রিকেটার নিবন্ধিত হন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের চারজনসহ ৩৬৯ ক্রিকেটার ১০ দলের আসরটির জন্য মনোনীত হয়েছেন। ২৩ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজি মালিকরা বেছে নেবেন তাদের পছন্দের ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।