ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্রেসিংরুমের ঘটনা ফাঁস করায় ভারতের দুই কোচকে ছাঁটাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
ড্রেসিংরুমের ঘটনা ফাঁস করায় ভারতের দুই কোচকে ছাঁটাই ছবি: সংগৃহীত

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩-১ ব্যবধানে হেরে আসে ভারত। তখনকার এক ঘটনায় এবার চাকরি হারালেন ভারতের কোচিং স্টাফের দুই সদস্য।

ড্রেসিংরুমের ঘটনা গণমাধ্যমে ফাঁস করায় সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলিপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে ছাঁটাই করা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।  

তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। প্রতিবেদন থেকে জানা যায় ওই সফরে ব্যর্থতার কারণ দেখিয়ে এই কোচিং স্টাফদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে বিসিসিআইয়ের কয়েকজন মনে করেন আসল কারণ এটি নয়। যদি ব্যর্থতাই আসল কারণ হতো তবে শুরুতে ছাঁটাই করা হতো হেড কোচ গৌতম গম্ভিরকে। এছাড়া এই কোচিং স্টাফদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু হুট করে তাদের ছাঁটাই করার বিষয়টি শৃঙ্খলাজনিত কারণ বলেই মনে করেন অনেকে।  

এদিকে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন রায়ান টেন দুশখাতে। আর সোহামের বদলে কন্ডিশনিং কোচের দায়িত্ব পালন করতে পারেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দায়িত্ব পালন করা আদ্রিয়ান লে রুস। তবে অভিষেকের পরিবর্তে কে আসবেন তা এখনও জানা যায়নি।

অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টের পর ড্রেসিংরুমে ক্রিকেটারদের ধমক দিয়েছিলেন গম্ভীর। যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়। তখন সন্দেহ করা হয় ক্রিকেটার সরফরাজ খানকে। তবে সদ্য দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটার, যিনি নিয়মিত দলেও জায়গা পান না তিনি নিজের ক্যারিয়ার কেন নষ্ট করবেন? এই কারণে বিষয়টি বিশ্বাসযোগ্য ছিল না।  

তবে এখন এই কোচিং স্টাফদের ছাঁটাই করার পর ধারণা করা হচ্ছে তারাই ফাঁস করেছে ঘটনাটি। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।