ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট পঞ্চম দিনে যাবে কি না ‘এখনও বলার সময় আসেনি’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
টেস্ট পঞ্চম দিনে যাবে কি না ‘এখনও বলার সময় আসেনি’

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট হলে ফল আসে বেশিরভাগ সময়ই। ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের গন্তব্য এখন অবধি আছে সেদিকে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে ভারত করেছে ৩১৪ রান।

শেষ বিকেলে ছয় ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ভারত এগিয়ে আছে ৮০ রানে। এখনও অবধি টেস্টের গতিপথ ভেবে নেওয়া কিছুটা কঠিন। তৃতীয় দিন দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপর টেস্ট কোথায় যাবে বলে মনে করেন শ্রেয়াস আয়ার?

দ্বিতীয় দিনের পর সংবাদ সম্মেলনে ম্যাচ পঞ্চম দিনে যাবে কি না এমন প্রশ্নের জবাবে আয়ার বলেছেন, ‘এখন বলা কঠিন, এখনো বলার সময় আসেনি। আমার মনে হয়, বর্তমানে থাকতে হবে। কাল দিনটা কেমন যায়। এরপর আসলে আপনি জানবেন টেস্ট পঞ্চম দিনে যাচ্ছে কি না। ’

ভারত ৯৪ রানে হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। পড়েছিল বড় বিপদেও। পরে ঋষভ পন্থের সঙ্গে ১৫৯ রানের জুটিতে দলকে টেনে তুলেন শ্রেয়াস আয়ার। তাদের জুটিতে পথ খুঁজে পায় ভারত। তারা রানও তুলেছেন দ্রুত গতিতে। পরে সংবাদ সম্মেলনে জুটি নিয়েও কথা বলেছেন আয়ার।

তিনি বলেছেন, ‘অ্যাপ্রোচ তো সবসময়ই থাকে রান করার, পরিস্থিতি যাই হোক না কেন। ৩০০ রানে ৩ উইকেটে থাকলেও আমার মানসিকতা একই থাকবে, আমি জানবো ব্যাটসম্যানরা ভালো করেছে। আজ এমন পরিস্থিতি ছিল না, তবে প্রথম বল থেকেই প্রতিপক্ষরাও ভাবা শুরু করে কীভাবে আউট করবে। ’

‘সে মুহূর্তে আমার মনে হয় তারা আক্রমণাত্মক বোলিং করতে চেয়েছে, ফলে রানও দিয়েছে। আমি সেটি কাজে লাগাতে চেয়েছি। আমার জন্য কাজে দিয়েছে। আগের ইনিংসেও তাই। আমার জন্য গুরুত্বপূর্ণ পর্যায় ছিল। আজ ভালোভাবে হয়েছে, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আশা করি মোমেন্টাম ধরে রাখতে পারব। ’

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।