ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে কলকাতার হয়ে খেলবেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
আইপিএলে কলকাতার হয়ে খেলবেন লিটন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম ডাকে দল পাননি লিটন দাস। কিন্তু দ্বিতীয় ডাকেই তাকে দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।

ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই তাকে কিনে নিয়েছে দলটি।

আজ কেরালার কোচিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামের একদম শেষ দিকে গিয়ে লিটনকে দলে নেয় কলকাতা। এর আগে দুপুরে নিলামের তৃতীয় সেটের প্রথম ডাকে নাম ওঠে লিটনের। কিন্তু তখন কেউই আগ্রহ দেখায়নি।  

প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাওয়া লিটন এখন পর্যন্ত ১৬০ টি-টোয়েন্টি খেলে ১৯ ফিফটিতে ২৩.১০ গড়ে ৩ হাজার ৪৪৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৩.৯০, সর্বোচ্চ ইনিংস ৭৮ রানের।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।