ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
দুই উইকেট হারিয়ে ধুঁকছে ভারত ছবি : শোয়েব মিথুন

সাকিব আল হাসান এনে দিয়েছিলেন প্রথম উইকেট। বাংলাদেশ দল শুরু থেকেই ছিল উজ্জ্বীবিতও।

দ্বিতীয় উইকেট নেওয়ার পর আরও চাঙ্গা হয়েছে দল। দুই টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে ধুঁকছে ভারত।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সফরকারীদের সামনে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে করেছে ১৭ রান।  

ইনিংসের তৃতীয় ওভারে এসে বাংলাদেশকে উইকেট এনে দেন সাকিব আল হাসান। তার টার্ন করা বল রাহুলের ব্যাটের কানায় লাগে, উইকেটের পেছনে ভালো ক্যাচ ধরেন নুরুল হাসান সোহান। ৭ বলে ২ রান করে ফেরেন ভারতীয় ব্যাটার।  

এর কিছুক্ষণ পরই চেতেশ্বর পূজারাকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অষ্টম ওভারের প্রথম বলে এগিয়ে আসেন চেতেশ্বর পূজারা। তিনি ফাঁদে পড়েন স্টাম্পিংয়ের। ব্যাট মাটিতে পড়ার আগেই স্টাম্প ভাঙেন নুরুল হাসান সোহান।  

বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।