জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
আইসিসির প্রকাশিত র্যাংকিং হালনাগাদে ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে রয়েছেন মিরাজ। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার পয়েন্ট ৪০০।
সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেওয়া মিরাজ দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে খেলেন ১০৪ রানের ইনিংস। এছাড়া বল হাতে ৩২ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হন তিনি। ব্যাটারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। আট ধাপ এগিয়ে তিনি আছেন ৫৫তম স্থানে।
উন্নতি হয়েছে সাদমান ইসলামেরও। ১২০ রানের ইনিংস খেলে তিনি এগিয়েছেন ১৭ ধাপ। রয়েছেন ৬০তম স্থানে। এছাড়া এক ধাপ উন্নতি হয়েছে মমিনুল ও নাজমুল হোসেন শান্তর।
এদিকে বোলারদের র্যাংকিংয়েও এগিয়েছেন মিরাজ। দুই ধাপ এগিয়ে আছেন ২৪ নম্বরে। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এগিয়েছেন সাত ধাপ। উঠে এসেছেন ১৬তম স্থানে। ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে আছেন নাঈম হাসান।
আরইউ