ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গাভাস্কারের প্রশ্ন, সাকিবের বয়স কত?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
গাভাস্কারের প্রশ্ন, সাকিবের বয়স কত? ছবি: শোয়েব মিথুন

দৃশ্যপট এক: উমেশ যাদবের লেংথ বল। সেই বলে গতিও ছিল বেশ।

কিন্তু আলতোভাবে সেটিকে তুলে মারলেন সাকিব আল হাসান। মিড-অফে থাকা চেতেশ্বর পূজারা ক্যাচ নিতে কোনো ভুল করলেন না।

দৃশ্যপট দুই: জয়দেব উনাদকাটের বলে এক্সট্রা কাভার অঞ্চলে শুভমন গিলের হাতে সহজ ক্যাচ দেন সাকিব।  

বাংলাদেশি ভক্তদের কাছে সাকিবের এমন আউট দৃশ্যগুলো মেনে নেওয়া কঠিন। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার অবশ্য সমালোচনায় এক বিন্দুও ছাড় দিলেন না। সোজা প্রশ্ন করে বসেন সাকিবের বয়স কত? বড় মাপের ক্রিকেটারের কাছ থেকে এমন মানসিকতা আশা করেননি তিনি। মিরপুর টেস্টের দুই ইনিংসে বাংলাদেশ অধিনায়কের আউট হওয়ার ধরণ দৃষ্টিকটু লেগেছে তার কাছে।

তাই গাভাস্কার মনে করেন, সাকিবের চোখ পরীক্ষা করানো উচিত। আজ সনি স্পোর্টসের এক অনুষ্ঠানে গাভাস্কার বলেন, ‘সাকিবের বয়স কত? হয়তো তার চোখ পরীক্ষা করানো উচিত। সে খুবই ভালো ব্যাটার, কিন্তু দুইবার একইভাবে আউট হলো। আমি কোনো অসম্মান করছি না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার মনে হয়েছে, এটা (চোখ পরীক্ষা) ভালো বুদ্ধি হতে পারে। সেই বলগুলো ড্রাইভ করার জন্য ছিল না। স্লোয়ার ডেলিভারিও ছিল না, ভালো গতিতেই করা হয়েছিল বলগুলো। ’

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।