ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সেই সাংবাদিককে ‘সরি’ বললেন নাসির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
সেই সাংবাদিককে ‘সরি’ বললেন নাসির ছবি: শোয়েব মিথুন

নাসির হোসেন অনেকদিন ধরেই সেভাবে সরব নেই ক্রিকেটাঙ্গনে। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পাননি।

এবার তিনি খেলছেন ঢাকা ডমিনেটরসে। তাকে করা হয়েছে অধিনায়কও। ফিরে এসে কেমন লাগছে- এ নিয়ে তার কাছে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের পর জানতে চান এক সাংবাদিক।  

তাকে প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া দেখান নাসির। উল্টো সাংবাদিককে প্রশ্ন করেন, ‘আপনি কে ভাই?’ তার এই প্রতিক্রিয়াকে ‘অপেশাদার’ মনে করেছেন সংবাদকর্মীরা। শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জেতে ঢাকা। এরপর ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন নাসির।

ওই ঘটনা নিয়ে তিনি বলেছেন, ‘আমি তার জন্য সরি। আসলে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি নাই কখনো। হয়তো মিরপুরে অনেকদিন ধরে ঢুকি না তো। তার জন্য আমি ব্যক্তিগতভাবে সরি। আপনি কিছু মনে কইরেন না। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। ’

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।