ঈদের বিরতি শেষে আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর নেমেই টানা তৃতীয় জয় পায় তারা।
গত ২৪ মার্চ মোহামেডানের হয়ে টসের পর হার্ট অ্যাটাক হয় তামিমের। পরে হার্টে ব্লক ধরা পড়লে একটি স্টেন্ট বসানো হয়। হাসপাতাল থেকে বাসায় ফিরে আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে হলে তাকে অপেক্ষা করতে হবে আরও তিন মাস। অথচ আজ মাঠে থাকার কথা ছিল তার। কিন্তু এখন ক্রিকেট ক্যারিয়ারই অনিশ্চিত।
তামিমের এমন অবস্থার পর মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তার নেতৃত্বেই আজ প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেন হৃদয়। সেখানে এই জয় তামিমের জন্য উৎসর্গ করেন তিনি।
হৃদয় লিখেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের (রোববার) জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে মিস করেছি। ’
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
আরইউ