ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তৌহিদ হৃদয়ের হাতে আট সেলাই, দুই সপ্তাহের বিশ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
তৌহিদ হৃদয়ের হাতে আট সেলাই, দুই সপ্তাহের বিশ্রাম

ফর্মের চূড়ায় ছিলেন তৌহিদ হৃদয়। হাঁকিয়েছিলেন হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি।

এমন সময় দুর্ভাগ্য সঙ্গী হলো এই ব্যাটারের। ফিল্ডিংয়ের সময় পাওয়া হাতের চোটে লেগেছে ৮ সেলাই, থাকতে হবে দুই সপ্তাহের বিশ্রামে।

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে আঘাত পান সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার। ঢাকার ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলের সময় নাসির হোসেনকে রেজাউর রহমান রাজার করা বলটি হৃদয়ের হাতে এসে লাগে। তখনই রক্ত ঝড়তে দেখা যায়।

পরে তৌহিদের ইনজুরি নিয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হৃদয়ের হাতে ৮টি সেলাই লেগেছে। মেডিকেল টিমের পক্ষ থেকে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিতে বলা হয়েছে। ’

টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ পারর্ম করেছেন এই ব্যাটার। চার ম্যাচের মধ্যে টানা তিন ম্যাচেই হাঁকিয়েছেন হাফ-সেঞ্চুরি। ঢাকার বিপক্ষে ৪৬ বলে ৮৪ রান করে এ আসরে তৃতীয়বারের মতো ম্যাচসেরাও হন। এবার চোট তাকে ছিটকে দিলো দুই সপ্তাহের জন্য।

বাংলাদেশ সময় : ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।