ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ বিশ্বকাপ জেতার পর শিরোপা হাতে লয়েড/সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। ১৯৭৫ সালের ২১ জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জয় করেছিল ক্যারিবীয়রা।

সেই ঐতিহাসিক ম্যাচে অধিনায়ক ক্লাইভ লয়েড অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিয়েছিলেন, যা দলকে বিশ্বকাপ শিরোপা এনে দেয়।  

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সিইও ক্রিস ডেরিং সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, "হ্যাঁ, আমরা উদযাপনের পরিকল্পনা করছি। তবে নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত তথ্য শিগগিরই ঘোষণা করা হবে। "  

বিশেষ এই আয়োজনটি বার্বাডোজে অনুষ্ঠিত হবে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি টেস্ট ম্যাচও রয়েছে। ম্যাচটি কিংস্টন ওভালে শুরু হবে ২৫ জুন।  

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "এটি সত্যিই দারুণ একটি উদ্যোগ। আমাদের নিজেদের অর্জনকে গর্বের সঙ্গে উদযাপন করা উচিত। অন্যদের অপেক্ষা না করে আমাদেরই নিজেদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে এবং তা সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে। "

ক্যারিবীয় ক্রিকেটের গৌরবময় অধ্যায়

ওই বিশ্বকাপ জয় ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের সূচনা। ১৯৭৫ থেকে পরবর্তী এক দশক ধরে তারা বিশ্ব ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল। তবে সময়ের পরিক্রমায় তাদের সেই আধিপত্য কমতে থাকে।  

সিডব্লিউআই প্রেসিডেন্ট ড. কিশোর শ্যালো সম্প্রতি বলেন, "১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপ জয় আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম গর্বের অধ্যায়। আমরা সেটির ৫০ বছর উদযাপনের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছি। আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। "  

তিনি আরও যোগ করেন, "আমাদের বিশ্বকাপজয়ী দলের ১২ জন কিংবদন্তি এখনও বেঁচে আছেন। আমরা তাদের সম্মান জানাতে বার্বাডোজে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করছি। এটি আমাদের ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম প্রধান আয়োজন হবে। "  

১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী দলে থাকা জীবিত ১২ জন ক্রিকেটার হলেন: গর্ডন গ্রিনিজ (৭৩), আলভিন কালিচরণ (৭৬), রোহন কানহাই (৮৯), ক্লাইভ লয়েড (৮০), ভিভ রিচার্ডস (৭৩), বার্নার্ড জুলিয়ান (৭৫), ডেরিক মারে (৮১), ভ্যানবার্ন হোল্ডার (৭৯), অ্যান্ডি রবার্টস (৭৪), কলিস কিং (৭৩), ল্যান্স গিবস (৯০) ও মরিস ফস্টার (৮১)।

এছাড়া দলে থাকা রয় ফ্রেডরিক্স (২০০০ সালে ৫৭ বছর বয়সে) এবং কিথ বয়েস (১৯৯৬ সালে ৫৩ বছর বয়সে) প্রয়াত হয়েছেন।

বিশ্বকাপজয়ের ৫০ বছর উদযাপন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গৌরবময় অতীতকে শ্রদ্ধা জানানোর এক অনন্য সুযোগ। ক্যারিবীয় ক্রিকেটের ভক্তদের জন্য এটি হবে এক আবেগময় মুহূর্ত, যেখানে কিংবদন্তিদের স্মরণ করা হবে এবং তাদের অসাধারণ অর্জনের স্বীকৃতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।