ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিজের সিনেমা থেকে সরে দাঁড়ালেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
নিজের সিনেমা থেকে সরে দাঁড়ালেন শোয়েব আখতার

সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে খ্যাতিটা তার এখনো রয়েছে। আলোচনা-সমালোচনায় ঘেরা ক্যারিয়ারটি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন বড় পর্দায়।

কিন্তু সিনেমা বানানোর ঘোষণা দিয়েও সরে দাঁড়ালেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। নির্মাতার সঙ্গে তার মতবিরোধের কারণে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ আলোর মুখ দেখতে পাবে কি না তা নিয়েই এখন শঙ্কা।

শোয়েব আখতার নিজেই জানিয়েছেন, তার জীবনী কোনো নিয়ে সিনেমা হলে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এক টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই পেসার লেখেন, ‘দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি কয়েক মাস অনেক ভাবার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। নিজেকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আইনজীবীদের পরামর্শ নিয়ে নির্মাতার সঙ্গে সব চুক্তি বাতিল করেছি। ’ 

গত বছরের জুলাইয়ে শুরু হয় সিনেমা তৈরির কাজ। যা মুক্তি পাওয়ার কথা ছিল আগামী নভেম্বরে। কিন্তু শোয়েব একপ্রকার বাধ্যই হয়েছেন সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে, ‘অবশ্যই স্বপ্নের প্রকল্প ছিল এটা। নিজেকে সংযত রাখার অনেক চেষ্টা করেছি। বিষয়টার সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সব কিছু ঠিক মতো হচ্ছে না। মতবিরোধের বন্ধুত্বপূর্ণ সমাধান করা সম্ভব হল না। ক্রমাগত চুক্তি লঙ্ঘনের ফলে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলাম। ’

সেই নির্মাতাকে হুঁশিয়ারি দিয়ে শোয়েব আরও লেখেন, ‘আমার জীবনের সব গল্পের অধিকার প্রত্যাহার করেছি আইনগত ভাবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। এরপরও যদি নির্মাতা আমার জীবনের কোনও গল্প বা আমার নাম ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ’

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেন শোয়েব। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেন তিনি। এখন পর্যন্ত এটাই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারী।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।