পিএসএলে এখন পর্যন্ত সবার ওপরে বাংলাদেশের তরুণ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে পেয়েছেন ‘ফাজাল মেহমুদ ক্যাপ’—টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারির স্বীকৃতি।
লাহোরের সামাজিক মাধ্যমে তার একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, “স্পিনিং ম্যাজিক!” প্রথম ম্যাচে ৩১ রানে ৩ উইকেট, পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট। তার দল দুই ম্যাচেই ২০০-এর বেশি রান তুলে পেসারদের সাহায্যে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। সেই চাপকে কাজে লাগিয়েছেন রিশাদ দুর্দান্তভাবে।
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে আবরার আহমেদের সঙ্গে সমানে থাকলেও রিশাদের গড় (৯.৫০) ও ইকোনমি রেট (৭.১২) আরও ভালো। এ কারণেই শীর্ষে তিনিই। ম্যাচ শেষে পেয়েছেন ‘সুপারপাওয়ার অব দা ডে’ পুরস্কার, যার মূল্য ৩ লাখ পাকিস্তানি রুপি।
দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই বাজিমাত করেছেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন, এবার পিএসএলেও শুরুটা করলেন রাজকীয়ভাবে।
চ্যালেঞ্জ সামনে আরও বড়। তবে শুরুটা যেভাবে করেছেন, এবার রিশাদের কাছ থেকে বড় কিছুর আশাই করছে সবাই।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমএইচএম