ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রংপুরকে প্লে-অফে তুলে চ্যাম্পিয়ন করতে চান হারিস রউফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
রংপুরকে প্লে-অফে তুলে চ্যাম্পিয়ন করতে চান হারিস রউফ ছবি: শোয়েব মিথুন

বিপিএলের শুরুটা দারুণ করেছিল রংপুর রাইডার্স। প্রথম ম্যাচেই তারা পেয়েছিল জয়।

কিন্তু চট্টগ্রাম পর্ব খুব একটা ভালো হয়নি। টানা দুই হারে ৫ ম্যাচের দুইটিতে জিতে এখন তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।  

সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচ জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ। এর আগের দিন রংপুরকে নিয়ে অবশ্য আশার আলোই দেখালেন পেসার হারিস রউফ। তিনি বলছেন, দলকে করতে চান চ্যাম্পিয়ন।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দলের অনুশীলন শেষে রোববার রউফ বলেন, ‘আমি এই দলকে কোয়ালিফাই (প্লে অফে) ও চ্যাম্পিয়ন করার চেষ্টা করবো। আমাদের হাতে কয়েকটা ম্যাচ আছে, চেষ্টা করবো দলকে চ্যাম্পিয়ন করতে। ’

‘আমাদের মোমেন্টাম ফেরাতে হবে যেহেতু টানা দুইটা ম্যাচ হেরেছি। ওই মোমেন্টাম পুরো টুর্নামেন্টে বয়ে নিতে হবে আর ভালো একটা কম্বিনেশন নিয়ে খেলতে হবে। আগামীকালের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জিততে হবে। ’

রংপুরের হয়ে দুই ম্যাচে মাঠে নেমেছেন রউফ। খুলনা টাইগার্সের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বরিশালের বিপক্ষে ৪২ রান দিয়ে পান দুই উইকেট। হারিস বলেছেন, তিনি চান দায়িত্বটা নিজের কাঁধেই রাখতে।

পাকিস্তানি পেসার বলেন, ‘আমি মেইন বোলার হিসেবে খেলছি। সবসময়ই চেষ্টা করি বাকিদের জন্য যেন চাপটা কমাতে পারি। আমি নিজে চাপ নিয়ে বাকিদের আরামে থাকতে দিতে চাই। ’

বাংলাদেশি কাউকে মনে ধরেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সব বোলাররাই ভালো আর তারা আমাকে জিজ্ঞেস করে মাইন্ড সেটের ব্যাপারে। আমিও তাদের নিজের অভিজ্ঞতা বলি। হাসান মাহমুদ ইম্প্রেসিভ, দলের জন্যও সে কার্যকরী। ’

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।