ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইফতারের কথা মাথায় রেখে আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, মার্চ ১১, ২০২৩
ইফতারের কথা মাথায় রেখে আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেটে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি।

এই সিরিজের মাঝেই শুরু হবে রমজান। মুসলমানদের জন্য পবিত্র মাসের কথা মাথায় রেখে করা হয়েছে সিরিজের সূচি। খবরটি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

আয়ারল্যান্ড সিরিজের তিন ওয়ানডে ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৮, ২০ ও ২৩ মার্চ ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায়। ইনিংস বিরতিতে ইফতারের সময় থাকবে।

এছাড়া তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মার্চ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এগুলো শুরু হবে দুপুর দুইটায়। ম্যাচ শেষে করে যেন ইফতার করা যায়।  

এর বাইরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৪-৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ম্যাচটির দিনের খেলা শুরু হবে সকাল দশটায়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।