ওয়ানডে র্যাংকিংয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনে অবস্থান করছে তারা।
গত বছর ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। আট ম্যাচ খেলে তারা জিতেছে স্রেফ একটিতে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে তাদের। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। এরপর শারজাহকে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোতেই হেরে হয় হোয়াইটওয়াশড।
বাংলাদেশ থেকে এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ নয় ম্যাচের ছয়টিতে জয়লাভ করেছে। ৫ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। ৮৩ পয়েন্ট নিয়ে তারা আছে নয় নম্বরে। এছাড়া বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও ৪ রেটিং পয়েন্ট কমেছে। ৮৪ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে আটে। আফগানিস্তান ৪ রেটিং পয়েন্ট বেশিতে ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতের ২ রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১২৪। শীর্ষেই আছে তারা। ১০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া। ৫ রেটিং পয়েন্ট বেড়ে ১০৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে শ্রীলঙ্কা। ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। ৯৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডেতে পয়েন্ট হারালেও টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।
আরইউ