ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আগের চেয়ে ‘অনেক’ ভালো আছেন মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, মার্চ ১৮, ২০২৩
আগের চেয়ে ‘অনেক’ ভালো আছেন মিরাজ

ফুটবল খেলা নিয়মিতই হয় অনুশীলনের আগে। শুক্রবারও গা গরমের জন্য খেলছিলেন ক্রিকেটাররা।

কিন্তু এর মধ্যেই হাসান মাহমুদের শট এসে লাগে মেহেদী হাসান মিরাজের চোখে। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে থাকেন তিনি।

এরপর মিরাজকে নিতে হয় হাসপাতালেও। সিটি স্ক্যানে গুরুতর কিছু অবশ্য পাওয়া যায়নি। তবে চোখে রক্ত জমাট বাঁধে। তাকে একদিন পর্যবেক্ষণে রাখা হয়।  

এদিকে আজ শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়নি মিরাজকে। টসের সময় অধিনায়ক তামিম ইকবাল নিশ্চিত করেছেন, সেটি চোখের ব্যথার জন্যই। তবে শনিবার খেলতে না পারলেও মিরাজের এখনই স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা নেই।

এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বলেছেন, ‘ও এখন আগের চেয়ে অনেক ভালো আছে। কাল আবার রিভিউ করে পরে পুরো সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাপারটা চোখের ডাক্তাররা দেখছে, তাই আমরা খুব বেশি কিছু বলতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।