ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, এপ্রিল ২৫, ২০২৩
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

জাতীয় দলের ব্যস্ততা তখন থাকবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় পূর্ণ শক্তির দল নিয়েই যাচ্ছে বাংলাদেশ।

এমন সময় বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ খেলতে আগামী মাসে আসবে ক্যারিবিয়ানরা। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।  

চারদিনের ম্যাচের এই সিরিজটি খেলতে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১৬ থেকে ১৯ মে অবধি হবে সিরিজের প্রথম ম্যাচ। এটি হবে সিলেট স্টেডিয়ামের মূল মাঠে। ২৩ থেকে ২৬ মে দ্বিতীয় ম্যাচটি হবে আউটার মাঠে।  

এরপর ৩০ মে থেকে দুই জুন অবধি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে মূল মাঠেই। তিনটি ম্যাচই শুরু হবে সকাল দশটায়। এই সিরিজ খেলে ৩ জুন বাংলাদেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

বাংলাদেশ সময় : ১০১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।