ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগেই চুক্তির মেয়াদ বাড়ল কিউই কোচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, জুলাই ১১, ২০২৩
বিশ্বকাপের আগেই চুক্তির মেয়াদ বাড়ল কিউই কোচের

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ড দলের সঙ্গে চুক্তি ছিল কোচ গ্যারি স্টেডের। এবার সেটি আরও বাড়ল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের শেষ পর্যন্ত কিউইদের সঙ্গে থাকছেন তিনি। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত বেড়েছে চুক্তি।

প্রথমবার ২০১৮ সালে নিউজিল্যান্ড দলের কোচ হন স্টেড। ২০১৯ বিশ্বকাপে ইংলিশদের সঙ্গে ফাইনাল ম্যাচে লড়াই করেও হারতে হয় তারই অধীনে থাকা দলটিকে। পরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ে স্টেডের। এরইমধ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে কিউইরা। এছাড়া প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা স্টেডের হাত ধরেই অর্জন করে তারা। একইসঙ্গে ওঠে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও।

ক্রিকেট নিউজিল্যান্ডের দেওয়া বিবৃতিতে বোর্ডের হাই পারফরম্যান্স মহাব্যবস্থাপক ব্রায়ান স্ট্রোনাচ জানান, ‘গ্যারির প্রতি সবার সমর্থন অভিভূত রকমের ইতিবাচক… ক্রিকেটারদের থেকে শুরু করে জাতীয় দলের সাপোর্ট স্টাফ, মূল অ্যাসোসিয়েশনগুলোর কোচ ও অন্যান্য সাপোর্ট স্টাফ, নিউজিল্যান্ডের প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ক্রিকেট নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স ইউনিট স্টাফ, সবাই সর্বসম্মতভাবে একমত। ’

‘গ্যারির ফলাফল এখনও পর্যন্ত দারুণ এবং আমাদের বিশ্বাস, দলকে দেওয়ার মতো অনেক কিছু তার এখনও আছে। অবশ্যই সিদ্ধান্তের বড় একটি ব্যাপার ছিল, গ্যারি চালিয়ে যেতে চান কি না। সে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছে, এই দলকে এগিয়ে নেওয়ার তাড়না তার বরাবারের মতোই আছে। ’

২০২৫ সালের জুন মাস পর্যন্ত চুক্তি বাড়ায় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দলের দায়িত্বেই থাকবেন স্টেড।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।