ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘আগ্রাসনের জবাবে আমরা চুপ থাকব না’- ভারতকে উদ্দেশ্য করে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, মে ১৩, ২০২৫
‘আগ্রাসনের জবাবে আমরা চুপ থাকব না’- ভারতকে উদ্দেশ্য করে আফ্রিদি

যুদ্ধ বিরতির ঘোষণা এলেও শেষ হয়নি ভারত-পাকিস্তান সংঘাত। এরই মধ্যে করাচিতে এক সবাবেশে অংশগ্রহণ করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

সেখানে তিনি নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করে জানান, চুপ থাকবেন না তারা।

আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা ভাঙতে পারবে না কেউ। পাকিস্তানকে শত্রু বানানোর খেসারত কেমন হতে পারে, তা আশা করি ইতোমধ্যে মোদি বুঝতে পেরেছে। ’ ভারতের বিপক্ষে সাবেক এই ক্রিকেটারের অভিযোগ, ‘তারা শিশুদের হত্যা করছে, মসজিদ ও সাধারণ মানুষের ওপরও হামলা চালাচ্ছে। যদিও আমরা শান্তিপ্রিয় জাতি, তবে আগ্রাসনের জবাবে চুপ করে থাকবো না। ’

নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করে ওই সভায় আফ্রিদি বলেন, ‘ভারত আগ্রাসন শুরু করেছে। কিন্তু পাকিস্তানের জবাব ছিল আত্মরক্ষামূলক এবং গর্বের। আমাদের সেনাবাহিনীকে হারানো সম্ভব না। ’

কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের বিপক্ষে অপারেশন ‘সিঁদুর’ চালায় ভারত। যার প্রতিউত্তরে পাকিস্তানও ভারতে হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির একটি শান্তিচুক্তি হয়। এরপরও প্রতিবেদন বলছে, থেমে নেই দুদেশ।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।