ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

ভারতের মেয়েদের ১০০ রানের আগেই আটকে দিল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
ভারতের মেয়েদের ১০০ রানের আগেই আটকে দিল বাংলাদেশ

শুরুটা ভালো হয়নি অনুমিতভাবেই। কোনো উইকেট না হারিয়েই ভারত পেরিয়ে গিয়েছিল ৩০ রান।

কিন্তু হুট করেই বাংলাদেশের স্পিনাররা করতে থাকেন দারুণ বোলিং। একের পর এক উইকেট নিয়ে চাপে ফেলেন সফরকারীদের। সেটি থেকেছে শেষ অবধি, প্রথম ইনিংস শেষে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাও বেশ।  

মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ৯৬ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

সফরকারী দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ভালো শুরুই করেছিলেন। তাদের ৩৩ রানের জুটি ভাঙেন নাহিদা আক্তার। স্লগ সুইপ করতে গিয়ে নাহিদার বলে বোল্ড হওয়ার আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন তিনি। পরের ওভারেই ফিরে যান তার উদ্বোধনী সঙ্গী শেফালি। ৪ চারে ১৪ বলে ১৯ রান করা এই ব্যাটারকে আউট করেন সুলতানা খাতুন, ক্যাচ নেন সোবহানা মোস্তারি।  

এর পরের বলেই হারমানপ্রিত কৌরকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন সুলতানা। সেটি অবশ্য শেষ অবধি পাননি। তবে উইকেট নেওয়ার ধারাবাহিকতা ধরে রাখেন অন্য বোলাররা। ইনিংসের অষ্টম ওভারে এসে ইয়াস্তিকা ভাটিয়ার দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন স্বর্ণা আক্তার। ফাহিমা খাতুনের বলে উইকেট হারানোর আগে ১৩ বলে ১১ রান করেন ভাটিয়া।  

এরপর জেমাইমা রদ্রিগেজকে ২১ বলে ৮ রান করার পর রাবেয়া খান ও ২১ বলে ৬ রান করা হারলিন দেওলকে আউট করেন সুলতানা খাতুন। ভারতের রান হওয়ার কথা ছিল আরও কম। কিন্তু শেষদিকে দীপ্তি শর্মা ১৪ বলে ১০ ও আমানজোত কৌর ১৭ বলে ১৪ রান করেন। শেষ ওভারে ১ উইকেট পেলেও ১১ রান দেন মারুফা আক্তার।  

বাংলাদেশ সময় : ১৫২৯ ঘণ্টা, ১১ জুলাই, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।