ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে ২০০ টাকায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, জুলাই ১২, ২০২৩
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে ২০০ টাকায়

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ঢাকায় বড় জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডেতে হেরে যায় দল।

এরপর শেষ ম্যাচে বড় জয়ে ফিরে আসার বার্তা দেয় স্বাগতিকরা। এবার সিলেটে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের লড়াই।

এই ম্যাচগুলো গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখা যাবে ১৫০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজের টিকিট ৫০০, ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এড়িয়ায় বসে দেখতে ২০০ টাকা খরচ করতে হবে।  

১২ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল গেইটে টিকিট পাওয়া যাবে। বিক্রি হবে রিকাভিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামে।  

ম্যাচের দিন ও এর আগের দিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি টিকিট পাওয়া যাবে। আগামী ১৪ ও ১৬ জুলাই হবে ম্যাচ দুটি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।