ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ডাকে রনিকে নিলো রংপুর, মুশফিক বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
প্রথম ডাকে রনিকে নিলো রংপুর, মুশফিক বরিশালে

বিপিএলের ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। যেখানে প্রথম ডাকে সুযোগ পেয়েই রনি তালুকদারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

এছাড়া মুশফিকুর রহিমকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। দলটিতে আগে থেকেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

প্রথম দফায় দুজন করে ক্রিকেটারকে দলে নিয়েছে দলগুলো। রনি তালুকদারের সঙ্গে রংপুর রাইডার্স নিয়েছে শামীম হোসেনকে। এই দুই ক্রিকেটার আগের আসরেও খেলেছেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে।

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন

সিলেট স্ট্রাইকার্স : মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি রাব্বি, 

রংপুর রাইডার্স : রনি তালুকদার, শামিম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, 

ফরচুন বরিশাল : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, 

খুলনা টাইগার্স : আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, 

দুর্দান্ত ঢাকা : সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান,
 

ড্রাফটের আগে নেওয়া ক্রিকেটাররা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ধরে রাখা ক্রিকেটার (দেশি)- লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম
ধরে রাখা ক্রিকেটার (বিদেশি)- মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন
সরাসরি নেওয়া ক্রিকেটার (দেশি)- তাওহীদ হৃদয়
সরাসরি নেওয়া ক্রিকেটার (বিদেশি)- মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান

দুর্দান্ত ঢাকা-

ধরে রাখা ক্রিকেটার (দেশি)- তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (দেশি)- মোসাদ্দেক হোসেন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ধরে রাখা ক্রিকেটার (দেশি)- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (দেশি)- শহিদুল ইসলাম
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (বিদেশি)- মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন

খুলনা টাইগার্স

ধরে রাখা ক্রিকেটার (দেশি)- নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (দেশি)- এনামুল হক বিজয়
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (বিদেশি)- এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা

রংপুর রাইডার্স-

ধরে রাখা ক্রিকেটার (দেশি)- নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ
ধরে রাখা ক্রিকেটার (বিদেশি)- আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, 
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (দেশি)- সাকিব আল হাসান
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (বিদেশি)- বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা

ফরচুন বরিশাল

ধরে রাখা ক্রিকেটার (দেশি)- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,খালেদ আহমেদ
ধরে রাখা ক্রিকেটার (বিদেশি)- ইবরাহিম জাদরান
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (দেশি)- তামিম ইকবাল
সরাসরি দলে নেওয়া ক্রিকেটার (বিদেশি)- শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালগে

সিলেট স্ট্রাইকার্স

ধরে রাখা ক্রিকেটার (দেশি)- মাশরাফি বিন মুর্তজা,জাকির হাসান, তানজিম হাসান সাকিব
সরাসরি নেওয়া ক্রিকেটার (দেশি)- নাজমুল হোসেন শান্ত
বিদেশি ক্রিকেটার- রায়ান বার্ল, হেরি টেক্টর

বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।