ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, অক্টোবর ৬, ২০২৩
ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

উইকেটে অসমান বাউন্স, বলও টার্ন নিচ্ছিল সাপের মতো। প্রতিকূল পরিস্থিতিতে ৯ উইকেটে ৯৬ রানের বেশি এগোতে পারেনি বাংলাদেশ।

কিন্তু ঠিক একই উইকেটে সেই লক্ষ্য ৬৪ বল হাতে রেখেই পাড়ি দিল ভারত। ৯ উইকেটে দাপুটে জয়ে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে পদক নিশ্চিত করলো তারা। স্বর্ণের লড়াইয়ে কাল মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

অন্যদিকে হারলেও পদকের সম্ভাবনা নষ্ট হয়ে যায়নি বাংলাদেশের। নারীদের মতো পুরুষদেরও এখন লড়তে হবে ব্রোঞ্জ জয়ের জন্য। কিন্তু সোনা জয়ের প্রত্যাশা নিয়েই এশিয়ান গেমসে এসেছিল সাইফ হাসানের দল।

পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। পারভেজ হোসেন ইমন (২৩), জাকের আলী (২৪*) ও রাকিবুল হাসান (১৪) ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইনআপ। ভারতের হয়ে সাই কিশোর ৩টি, ওয়াশিংটন সুন্দর ২টি এবং অর্শদ্বীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ শিকার করেন একটি উইকেট।

বোলিংয়ে নেমে প্রথম ওভারেই যশস্বী জসওয়ালকে শূন্য রানে ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে তোলেন রিপন মণ্ডল। কিন্তু এরপর কেবলই তাণ্ডব চালালেন রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে দলকে ফাইনালে নিয়ে যান তারা। তিলক ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে অধিনায়ক রুতুরাজ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এএইচএস 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।